আরও দুইজন ডপস সদস্যকে প্রয়োজনীয় পাঠ্যবই প্রদান করা হলো আজ Leave a Comment / ফিচার্ড, বিতরণ, ব্লগ / By Ahmed Hosen Jony দুই জন ডপস সদস্যকে প্রয়োজনীয় পাঠ্যবই প্রদান করা হলো আজ। এই সহায়তা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে এবং তাদের এগিয়ে যেতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি।