
শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের নবীরমোড় বাজারে অবস্থিত ডপস কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্প্রতি ডপস এনজিও বিষয়ক ব্যুরো থেকে সরকারি নিবন্ধন প্রাপ্তি লাভ করায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডপস-এর সম্মানিত সভাপতি শহিদুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষক মমতাজ উদ্দিন, শিক্ষক শাহীনুর রহমান, কবি ও কথা সাহিত্যিক হাসান শরাফত, ডা: সুজন মিয়া, শাহীবারো দুয়ারী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক হাসানুজ্জামান রুবেল এবং ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়া, বিএসপি। এছাড়াও মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডপস-এর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং আলোকিত সমাজ গঠনে একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরবর্তীতে মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।



