
আজ সকাল ১০ ঘটিকায় শেরপুর শহরে অবস্থিত গৌরিপুর ডপস মেস-১ এ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ডপস সদস্যদের পরিবারকে স্বাবলম্বী করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সহযোগিতা করা হয়।

এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো, ডপস সদস্য পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে আরও স্বচ্ছল করে তোলা এবং সমাজে একটি টেকসই উন্নয়নের পথ তৈরি করা।
আমরা বিশ্বাস করি, সচেতনতা ও সহযোগিতাই পারে পরিবর্তনের পথ তৈরি করতে।




