বৈরী আবহাওয়ার মাঝেও শিক্ষার আলো ছড়াতে থেমে নেই ডপস!

বৈরী আবহাওয়ার মাঝেও শিক্ষার আলো ছড়াতে থেমে নেই ডপস!

আজ ৩০-০৫-২৫ তারিখে ডপস কর্তৃক, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হলো “নৈতিক মূল্যবোধ ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা।”

প্রথমেই, সকাল ১০টা–১২টা: পর্যন্ত তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নালিতাবাড়ী, এবং পরবর্তীতে বিকাল ৩টা–৫টা পর্যন্ত গণপদ্দী উচ্চ বিদ্যালয়, নকলা-য় উক্ত শিক্ষা সেমিনার সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

সেমিনারে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন:

জনাব শাহীন মিয়া, বিএসপি, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ডপস

জনাব রবিউল ইসলাম, শিক্ষক

আব্দুল হাকিম, সিনিয়র সদস্য, ডপস

শ্যামল পারভেজ, সিনিয়র সদস্য, ডপস

 

আলোচনা সভা শেষে নবম ও দশম শ্রেণির ডপস সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ডপস বিশ্বাস করে—নৈতিকতা ও গুণগত শিক্ষাই পারে আগামী প্রজন্মকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে।

#ডপস #নৈতিক_শিক্ষা #শিক্ষা_উপকরণ #আলোচনা_সভা #নালিতাবাড়ী #নকলা #DOHPS

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঘোষনাঃ