Year 2023, the first day of the year. The activities of “DOHPS” do not stop. 2023 SSC exam candidate of “DOHPS” members have been handed over the form filling fees. “DOHPS” university students have given important advice on what to do to get good results in exams. Along with this, those who have passed the last SSC examination and are going to get admission in the college have also been given important advice for selecting subjects and getting ahead in their studies. Finally, to successfully implement the “Junior Merit Examination-2023”, a discussion and consultation meeting was held in the presence of “DOHPS” founder director and current president and “DOHPS” members who are students of the university. All in all, today was a very meaningful and eventful day. I hope that the “DOHPS” will work for the poor and the talented every day.
২০২৩ সাল, বছরের প্রথম দিন। থেমে নেই ডপসের কার্যক্রম। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ডপস সদস্যদের হাতে তুলে দেয়া হলো ফরম পূরণের ফিস। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে করণীয় কি সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছে ডপসের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। সেই সাথে এবার যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদেরকেও সাবজেক্ট নির্বাচন এবং পড়াশোনায় এগিয়ে থাকার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়েছে। সবশেষে “জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩” সফলভাবে বাস্তবায়ন করতে ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বর্তমান সভাপতি ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ডপস সদস্যদের উপস্থিতিতে আলোচনা এবং পরামর্শ সভা করা হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটি খুবই অর্থবহ এবং কর্মচঞ্চল ছিলো। আশা করি প্রতিদিনই এভাবে দরিদ্র ও মেধাবীদের হয়ে কাজ করে যাবে ডপস।