You will cross the arena of the university and become an enlightened person with the firm conviction of building an enlightened society and engage yourself in educational services. This is what DOHPS expects from Temad. DOHPS flag will fly all over Bangladesh by holding your hands.
In Jatiya Kabi Kazi Nazrul Islam University, a total of 3 DOHPS members, including 2 in the Faculty of Law and one in Anthropology, were assisted in getting admission in the university.
I wish you all success in your university life. Be successful, enlighten the society and the people of the society.
তোমরা বিশ্ববিদ্যালয়ের অঙ্গণ পেরিয়ে আলোকিত মানুষ হয়ে আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে নিজেকে শিক্ষা সেবায় নিয়োজিত রাখবে। ডপস তেমাদের কাছ থেকে এই প্রত্যাশাই করে। তোমাদের হাত ধরেই সারা বাংলায় উড়বে ডপসের পতাকা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ২ জন ও নৃ-বিজ্ঞানে একজনসহ মোট ৩ জন ডপস সদস্যকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতা করা হলো।
বিশ্ববিদ্যালয় জীবনে তোমাদের সার্বিক সাফল্য কামনা করি। তোমরা সফল হও, সমাজকে এবং সমাজের মানুষকে আলোকিত করো।