Generally, many students from rural areas drop out of education before SSC examination due to lack of money and necessary guidance. To prevent this drop-out, DOHPS helps identify poor and talented students and bring them to the threshold of higher education through Junior Merit Examination.
So like every time, “Junior Merit Examination-2023” has been organized. In the first phase, this exam was held today on February 24 in Sreebordi Upazila. Today’s exam was successfully completed in a strict environment. The next examinations will also be held in the rest of the upazilas of Sherpur district.
সাধারণত গ্রামাঞ্চলের অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগেই অর্থ ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। এই ঝরে পড়া রোধে ডপসের পক্ষ থেকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে।
তাই প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে “জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩”। প্রথম পর্যায়ে আজ ২৪ ফেব্রুয়ারি শ্রীবরদী উপজেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুনিবিড় পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকের পরীক্ষা। পরবর্তী পরীক্ষাগুলোও ধারাবাহিকভাবে শেরপুর জেলার বাকি উপজেলাগুলোতে অনুষ্ঠিত হবে।