Junior Merit Examination held in Sreebordi Upazila | শ্রীবরদী উপজেলায় জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Generally, many students from rural areas drop out of education before SSC examination due to lack of money and necessary guidance. To prevent this drop-out, DOHPS helps identify poor and talented students and bring them to the threshold of higher education through Junior Merit Examination.

So like every time, “Junior Merit Examination-2023” has been organized. In the first phase, this exam was held today on February 24 in Sreebordi Upazila. Today’s exam was successfully completed in a strict environment. The next examinations will also be held in the rest of the upazilas of Sherpur district.

সাধারণত গ্রামাঞ্চলের অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগেই অর্থ ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ে। এই ঝরে পড়া রোধে ডপসের পক্ষ থেকে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে সাহায্য করে।

তাই প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে “জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩”। প্রথম পর্যায়ে আজ ২৪ ফেব্রুয়ারি শ্রীবরদী উপজেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুনিবিড় পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকের পরীক্ষা। পরবর্তী পরীক্ষাগুলোও ধারাবাহিকভাবে শেরপুর জেলার বাকি উপজেলাগুলোতে অনুষ্ঠিত হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঘোষনাঃ