College students DOHPS members are illuminated to the touch of geniuses-
Dr. Abdul Majid, Dr. Abdul Malek, Dr. Tahsina Takia, Professor Asfana Afsia and Dr. Fazle Rabbi Sadek Ahmed Sir came to DOHPS Student’s Dormetory-1 yesterday.
They told their life struggle stories to encourage the DOHPS members to study and gave motivational speeches to become enlightened people. Also senior member of DOHPS, Abdul Hakim studying in the BSMRSTU, DOHPS member of Dhaka University Nazid, DHOPS member Jasmine studying in Maulana Bhasani University of Science and Technology. They attributed the contribution of DOHPS to their return to enlightened life.
Finally, educational materials were distributed among 50 DOHPS members studying in Class XI.
গুণীজনদের ছোঁয়ায় উদ্ভাসিত কলেজ পড়ুয়া ডপস সদস্যরা-
গতকাল ডপস মেস-১ এ এসেছিলেন ডা. আব্দুল মজিদ, ডা. আব্দুল মালেক, ডা. তাহসিনা তাকিয়া, প্রফেসর আসফানা আফসিয়া এবং ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ মহোদয়।
ডপস সদস্যদের লেখাপড়ায় উৎসাহ দিতে তাঁদের জীবনের সংগ্রামী গল্প শোনান এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপসের সিনিয়র সদস্য আব্দুল হাকিম, ঢাকা বিশ্ববদ্যালয়ের ডপস সদস্য নাজিদdohos, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য জেসমিন। তারা তাদের আলোকিত জীবনে ফিরে আসার পিছনে ডপসের অবদান ব্যক্ত করেন।
সবশেষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ৫০ জন ডপস সদস্যদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়।