ঝিনাইগাতীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত রনককে ভর্তি সহায়তা প্রদান

ঝিনাইগাতী উপজেলার কাংশা গ্রামের ডপস সদস্য রফিকুল ইসলাম রনক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেয়েছে।

আমাদের অঙ্গীকার ছিল—ডপস এর কোনো সদস্য যদি বুয়েট, মেডিকেল কিংবা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলে আমরা ভর্তির টাকা ও মিষ্টি নিয়ে হাজির হবো তার বাড়িতে।

আজ সেই অঙ্গীকার বাস্তবে রূপ নিয়েছে। রনকের পরিবারের হাতে আমরা পৌঁছে দিয়েছি ভর্তির জন্য ১০,০০০ টাকা ও মিষ্টি।

আমাদের বিশ্বাস, রনক একদিন আলোকিত মানুষ হয়ে সমাজ, দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবে এবং ডপস এর নাম আরও উজ্জ্বল করবে।

তারিখ: ২১জুন ২০২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঘোষনাঃ