শেরপুরে ডপস-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ!


২০ জুলাই ২০২৫, রবিবার
পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি) এর উদ্যোগে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের দুইশতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার বিকাল ৪টায় আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা জনাবা রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, ডপস-এর নির্বাহী পরিচালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রতিবছরের মতো এবারও শেরপুর জেলার ৫টি উপজেলার বিভিন্ন পয়েন্টে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ডপস। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয় এবং সকলকে প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।




